দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমরা জানি ছবি আঁকতে গেলে রং-তুলির প্রয়োজন পড়ে। তবে আজ শিল্পীর নিজের শরীর দিয়ে আঁকা অসাধারণ কিছু ছবি রয়েছে আপনাদের জন্য!
![শিল্পীর নিজের শরীর দিয়ে আঁকা অসাধারণ কিছু ছবি! [ভিডিও] 1 pictures painted by great artist's own body](https://thedhakatimes.com/wp-content/uploads/2016/04/pictures-painted-by-great-artists-own-body-600x400.jpg)
আজ জানি একজন শিল্পী ছবি আঁকার মাধ্যমে তার ভাব প্রকাশ করে থাকেন। এই ছবি আঁকার কাজে তুলি ব্যবহার করা হয় সেটিও নতুন কিছু নয়। তবে এবার তুলির বদলে একজন শিল্পী তার নিজের শরীরের বিভিন্ন অঙ্গ ব্যবহার করে ছবি প্রদর্শন করে সকলকে অবাক করে দিয়েছেন।
এই ব্যতিক্রমি শিল্পীর নাম Heather Hansen তিনিই হচ্ছেন একজন শিল্পী যিনি আর দশজন শিল্পীর মতো করে তুলির আঁচড়ে ছবি আঁকেন না। তিনি ছবি আঁকতে ব্যবহার করেন নিজের সারা শরীরটাকে! শরীরের বিভিন্ন অংশ বিভিন্ন ভঙ্গিতে ফ্লোরে থাকা বিশাল ক্যানভাসে ঘষে তৈরি করেন অসাধারণ সব চিত্রকর্ম, যা দেখে যে কেও অভিভূত হবেন তাতে কোনো সন্দেহ নেই। তিনি ছবি আঁকতে তার হাত, পা, শরীর, মুখ, কব্জি সব কিছুই ব্যবহার করেছেন বিভিন্ন কোণে।

![শিল্পীর নিজের শরীর দিয়ে আঁকা অসাধারণ কিছু ছবি! [ভিডিও] 2 great artist's own body-3](https://thedhakatimes.com/wp-content/uploads/2016/04/great-artists-own-body-3-600x400.jpg)

![শিল্পীর নিজের শরীর দিয়ে আঁকা অসাধারণ কিছু ছবি! [ভিডিও] 3 great artist's own body-5](https://thedhakatimes.com/wp-content/uploads/2016/04/great-artists-own-body-5-600x415.jpg)
এই শিল্পীর শিল্পকর্মটি আপনি না দেখলে বিশ্বাস করতে পারবেন না।
দেখুন তার শিল্পকর্মের ভিডিও