দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শত বছর পূর্বের আটলান্টিকে ডুবে যাওয়া বহুল আলোচিত ব্রিটিশ জাহাজ টাইটানিকের লকারের চাবি এবং চিঠিসহ দুর্লভ দুই শতাধিক স্মৃতি চিহ্ন এবার নিলামে তোলা হচ্ছে।
সংবাদ মাধ্যমের খবরে জানা যায়, যুক্তরাজ্যর ওইল্টশায়ারে হেনরি অলড্রিজ অ্যান্ড সন্স নামে একটি প্রতিষ্ঠান এই নিলামের আয়োজন করেছে।
লাইফ জ্যাকেট রাখার লকারের চাবিটির দাম পঞ্চাশ হাজার পাউন্ড হাঁকানো হতে পারে বলে ধারণা করা হচ্ছে। নিলামের তালিকায় রয়েছে পদোন্নতি নিয়ে হতাশ জাহাজের এক কর্মকর্তার চিঠিটিও।
উল্লেখ্য, ১৯১২ সালের ১৪ এপ্রিল নিউইয়র্কের উদ্দেশ্যে সাউদাম্পটন ছেড়ে আসে টাইটানিক। যাত্রা করার ৪ ঘণ্টা পর টাইটানিক একটি বিশাল বরফখণ্ডের সঙ্গে আঘাতে তলা ফেটে আটলান্টিকে ডুবে যায়। এতেকরে প্রাণ হারান দেড় হাজারেরও বেশি যাত্রী। টাইটানিকের ডুবে যাওয়ার বিষয়টি সমগ্র বিশ্বে আজও আলোচিত বিষয়।