দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দীর্ঘ বিরতির পর মুক্তি পাচ্ছে জনপ্রিয় অভিনেত্রী শাবনূরের নতুন ছবি ‘পাগল মানুষ’। ১২ জানুয়ারি দেশজুড়ে মুক্তি পাচ্ছে সিনেমাটি।
চিত্রনায়িকা শাবনূর অভিনয়ের বাইরে ছিলেন দীর্ঘদিন ধরেই। এই অভিনেত্রীর সর্বশেষ সিনেমা হলো ‘পাগল মানুষ’। প্রায় ৫ বছরের অপেক্ষার পর ১২ জানুয়ারি দেশজুড়ে মুক্তি পাচ্ছে সিনেমাটি। এই ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন শাহের খান।
প্রয়াত পরিচালক এম এম সরকার ২০১২ সালের ২৯ ডিসেম্বর মাসে এই সিনেমাটির শুটিং শুরু করেন। সিনেমার শুটিংয়ের সময় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। যে কারণে থেমে যায় ছবির শুটিং। এরপর তাঁর সহকারী পরিচালক বদিউল আলম খোকন সিনেমার বাকি অংশের কাজ শেষ করেন। বর্তমানে তার তত্ত্বাবধানেই মুক্তি পাচ্ছে এই সিনেমাটি।
ছবিটি সম্পর্কে চিত্রনায়িকা শাবনূর বলেন, ‘ছবিটি মুক্তি পাচ্ছে শুনে ভালো লাগছে। তবে এম এম সরকার ভাইয়ের মৃত্যুর কারণে পিছিয়ে যায় ছবিটি। অনেকটা সময় পর আবার ছবিটি আসছে। বদিউল আলম খোকন ভাই যত্ন নিয়ে ছবিটি নির্মাণ করেছেন। নির্ধারিত সময়ের অনেক দেরিতে মুক্তি পেলেও ‘পাগল মানুষ’ সিনেমা দেশের দর্শকরা ইতিবাচকভাবে নেবেন।