দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বাজারে উইন্ডোজ ৮ এসেছে প্রায় এক বছর হয়ে গেছে। এটি ব্যবহারকারীদের দিয়েছে সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা। যাই হোক, উইন্ডোজ ৮ ইনস্টল করার পর ‘আপডেট’ অপশন বাই ডিফল্ট হিসেবে ‘অটো’ হয়ে থাকে। তবে এটি যদি চালু না থাকলে তখন আপনাকে ম্যানুয়ালি আপডেট করতে হবে। তাই আজকের টিউটোরিয়ালে থাকছে কীভাবে ম্যানুয়ালি উইন্ডোজ ৮ আপডেট দিতে পারবেন। আসুন শুরু করা যাক!
প্রথমেই কীবোর্ডে Win+C চাপুন, এতে করে উন্ডোজ ৮ এর চার্ম মেন্যু চালু হবে।
চার্ম মেন্যুতে Settings এ ক্লিক করার পর Change PC settings নামে আর একটি অপশন আসবে। ওখানে ক্লিক করুন।
এবার বামপাশের মেন্যু থেকে প্রথমে Windows Update ক্লিক করে Check for updates বাটনে ক্লিক করুন। নীচের ছবিতে দেখুন।
উইন্ডোজ আপডেট চেকিং শুরু হবে।
যদি আপডেটেড থাকে তাহলে দেখাবে আপনি আপডেটেড আছেন।
আর আপডেট না থাকলে মাইক্রোসফট সফটওয়্যার সেন্টারের সাথে আপনার পিসি কানেক্ট হবে এবং প্রয়োজনীয় আপডেট টুলসগুলো লিস্ট আকারে দেখাবে। আপনি চাইলে সবগুলোতে টিক দিয়ে অথবা আপনার যা যা প্রয়োজন, সেগুলোতে টিক দিয়ে Install বাটনে ক্লিক করতে পারেন। আপনার আপডেট উইন্ডোজ ডাউনলোড শুরু হবে এবং এরপর অটোমেটিক ইন্সটল হয়ে যাবে।
এই সবগুলো কাজ ধারাবাহিকভাবে সম্পন্ন করতে পারলে এবার আপনার পিসি restart চাইবে। Restart now বাটনে ক্লিক করুন।
Restart নেবার পর আপনার পিসি কিছুটা সময় নেবে উইন্ডোজ ৮ এর নতুন আপডেটগুলোর সাথে কনফিগার করে নিতে। ১০০% হয়ে গেলে আপনি আবার আপনার পিসি নির্বিঘ্নে চালাতে পারবেন। এভাবে উইন্ডোজ নিয়মিত আপডেট করুন, নিরাপদ থাকুন।
সতর্কতাঃ যারা পাইরেসী উইন্ডোজ ৮ ব্যবহার করেন, তারা এভাবে আপডেট দিতে গেলে মাইক্রোসফট ধরে ফেলতে পারে। সুতরাং সম্পূর্ণ রিস্ক তখন আপনার ওপরেই বর্তাবে। মাইক্রোসফট ধরে ফেললে তখন আপনাকে নতুন করে পিসিতে উইন্ডোজ ৮ ইন্সটল করা ছাড়া আর কোনো উপায় থাকবে না।
তথ্যসূত্রঃ The Tech Journal